‘সাগরপথে অবৈধ কর্মকাণ্ড সহ্য করবে না ইরান’

ই-বার্তা ডেস্ক।।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল সোমবার বলেছেন, উপসাগরে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে চোখ বুজে সহ্য করবে না ইরান। 

রয়টার্সের এক খবরে বলা হয়, এর আগের দিন অবৈধ তেল পাচারের সময় ইরাকের একটি ট্যাংকার জব্দ করে ইরান। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে—হরমুজ প্রণালির উত্তরে ইরানের রেভ্যুলুশনারি গার্ড সদস্যরা ট্যাংকারটি আটক করে। জাভেদ জারিফ বলেন, উপসাগরে কিছু অবৈধ কর্মকাণ্ড সহ্য করে আসছিল ইরান; কিন্তু এখন থেকে আর তারা চোখ বুজে থাকবে না।

গত বুধবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করে জাভেদ জারিফ বলেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পথ রুদ্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কথা মতো অন্য দেশগুলো যদি ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে হরমুজ প্রণালি দিয়ে ইরান তেলের ট্যাংকার চলাচল বন্ধ করে দেবে বলেও হুশিয়ারি দেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু