সাভারে অজ্ঞাত নারীর ৬ টুকরা লাশ উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  সাভারে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটিকে ৬ টুকরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় অবস্থিত ময়লার ডাম্পিং স্টেশন থেকে ওই নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।   

স্থানীয়রা জানায়, দুপুরে বলিয়ারপুর এলাকায় অবস্থিত সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্টেশনে পলিথিন কুড়াতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পায় পথশিশুরা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের হাত পা ও মাথা বিহীন দেহটি উদ্ধার করে। এরপর সেখানে তল্লাশি চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে মাথা, দুই পা ও দুই হাত উদ্ধার করা হয়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি ছয় টুকরো করা হয়। পরে টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রাখা হয়েছিল। এরপর খণ্ডিত লাশের টুকরোগুলো গুম করার উদ্দেশে রাজধানীর অভ্যন্তরে বিভিন্ন ময়লার স্তূপে লুকিয়ে রেখে যায় অপরাধীরা। পরবর্তীতে রবিবার রাতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির মাধ্যমে পলিথিনে মোড়ানো মরদেহের টুকরোগুলো বলিয়ারপুরের ডাম্পিং জোনে চলে আসে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিচয় এবং হত্যাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু