সারাদেশে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

ই- বার্তা ডেস্ক।।   সারাদেশে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে পাবনার বেড়ায় পাট ধোয়ার সময় বজ্রপাতে মারা গেছেন বাবা-ছেলেসহ চারজন। আর সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

পাবনায় নিহতরা হলেন বেড়ার চাকলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফ (১৮) এবং একই গ্রামের রহম প্রামানিক (৫৫)।

এই বিষয়ে বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে নিহতরা সবাই ঘটনার সময় পাট ধোয়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাবা, দুই ছেলে ও এক প্রতিবেশীর মৃত্যু হয়। এলাকাবাসী খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে নিহতরা হলেন ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিক কিলা গ্রামের হারিদুল মিয়া(৪৭) এবং তার ছেলে মো. তাঁরা মিয়া(১২)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় উপজেলার ঘারকিত্তা হাওরে মাছ ধরতে যায় পিতা ও পূত্র। এ সময় বৃষ্টিপাতের সাথে সাথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।