সারার জন্য চিত্রনাট্য পরিবর্তন করবেন রোহিত শেঠি

 রণবীর সিং অভিনীত পরবর্তী সিনেমা সিম্বা। অনেক জল্পনার পর কয়েকদিন আগে এ সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সারা আলী খান। শোনা যাচ্ছে, সারার জন্য সিম্বা  সিনেমার চিত্রনাট্যেও পরিবর্তন আনছেন নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘চিত্রনাট্যকার নায়ক ও নায়িকা দুজনের অংশেই কিছুটা পরিবর্তন আনছেন। যেহেতু এটা অমৃতা সিংয়ের মেয়ের প্রথম সিনেমা হতে যাচ্ছে, তাই অমৃতা সিং চাইছেন সারা যেন রণবীরের অভিনয়ের কাছে ঢাকা না পড়ে।’

তেলেগু একটি সিনেমার রিমেক সিম্বা। সূত্রটি আরো বলেন, ‘সিনেমাটিতে সারার চরিত্রটির মাধ্যমে নারীর সুরক্ষার ব্যাপারে একটি বার্তা দেয়া হচ্ছে। তেলেগু সিনেমাটিতে যে কেন্দ্রীয় নারী চরিত্র ছিল তিনি শুধু প্রেমিকার ভূমিকাতেই অভিনয় করেছেন। কিন্তু গল্পের ক্ষেত্রে তার (সারার) চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।’

সিম্বা  সিনেমাটির পরিচালক রোহিত শেঠি। এটি প্রযোজনা করছেন করন জোহর। চলতি বছর ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। তার অভিষেক নিয়ে বলিপাড়ায় অনেকদিন থেকেই চর্চা হচ্ছে। শোনা যাচ্ছিল, কেদারনাথ  সিনেমার মাধ্যমে চলতি বছর রুপালি জগতে পা রাখবেন সারা। তবে কেদারনাথ  নয়, শেষ পর্যন্ত সিম্বা সিনেমার মাধ্যমেই বলিউডে পথচলা শুরু হচ্ছে সাইফ কন্যার।

কেদারনাথ সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করছেন সারা। সিনেমার শুটিংও শুরু হয়েছে। কিন্তু মাঝে প্রযোজক ও পরিচালকের মধ্যে মনোমালিন্য হওয়ায় বন্ধ থাকে সিনেমাটির শুটিং। যদিও সকল বাধা অতিক্রম করে আবারো শুটিং শুরু করেছেন নির্মাতারা। তবে চলতি বছর নয়, ২০১৯ সালে মুক্তি পাবে সিনেমাটি।