সারা বিশ্বে দূষণে বাংলাদেশ ‘প্রথম’

ই-বার্তা ডেস্ক ।।    বুধবার ‘২০১৮ সালে বিশ্ব বায়ুর মান’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে ‘জনসংখ্যায় ভারাক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দূষিত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।’

প্রতিবেদনটিতে একবছরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বায়ু দূষণের মাত্রা নিয়ে গ্রীনপিস এবং এয়ারভিজ্যুয়াল এই গবেষণা করেছে।

এতে তারা উল্লেখ করে  বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশ বাংলাদেশ এবং রাজধানী ঢাকা দূষিত শহরগুলোর মধ্যে দ্বিতীয়তম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গুরুগ্রাম শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এই ক্যাটাগরিতে ঢাকার অবস্থান ১৭তম।

এছড়াও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশটি দীর্ঘদিন ধরেই বায়ু দূষণের সঙ্গে লড়াই করে চলছে। রাজধানী ঢাকা বিশ্বসূচকে সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। সেখানকার ইটভাটা ও গাড়ির কালো ধোঁয়া এবং তাতে উচ্চমাত্রার সালফার থাকাকে বায়ু দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের পাঁচটির মধ্যে চারটির অবস্থানই দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও বাহরাইন।

অপরদিকে, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বায়ুর মান সবচেয়ে স্বাস্থ্যকর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 ই-বার্তা/ শাহাদাত ছৈয়াল