সার্জিক্যাল স্ট্রাইক, লাশ সড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

ই-বার্তা ডেস্ক।।  কাশ্মীরে পুওয়ামার জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানে বিরাজ করছিল তুমুল উত্তেজনা।  এ ঘটনার পর পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত।  সেই লক্ষ্যে নিয়ন্ত্রণ রেখা  পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনাবাহিনী।

এ হামলায় ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি।  এসময় প্রায় ৩০০ ‘জঙ্গি’ প্রাণ হারায় বলে দাবি করে ভারত।  তবে পাকিস্তান প্রথম থেকেই সে কথা স্বীকার করেনি। 

কিন্তু ইতালীয় সাংবাদিক ফ্রানচেসকো মারিনোর প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।  সংবাদ মাধ্যম ফার্স্টসর্স-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের ভূমিতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যাদের মধ্যে অনেকেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কর্নেল। এছাড়াও ওই মৃতদের তালিকায় রয়েছে একঝাঁক জঙ্গি। 

ওই প্রতিবেদন অনুসারে, “অভিযানের পরেই স্থানীয় প্রশাসনিক কর্তারা সেখানে যান।  যদিও সমগ্র এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা।  স্থানীয় মানুষ তো দূরের কথা পুলিশকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি।’

ফ্রানচেসকো মারিনো লিখেছেন, “অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল মরদেহগুলো।  যাতে কোনো প্রমাণ না থাকে সেই কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা মেডিক্যাল স্টাফদের মোবাইল নিয়ে রেখেছিল পাকিস্তানি সেনারা।  কেননা মোবাইলে ছবি তুলে রাখলে এবং তা ফাঁস হয়ে গেলে বিপদ বাড়বে তা বেশ ভালোই বুঝতে পেরেছিল তারা।’

ফ্রানচেসকো মারিনোর দাবি করেন, ভারতীয় গুপ্তচর সংস্থা সূত্রে তার কাছে যা খবর এসেছে, কর্নেল সেলিম এবং কর্নেল উসমান ঘানির নাম তারা নিজেদের ‘কমিউনিকেশন ইনটেলিজেন্সের’ মাধ্যমে পেয়েছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু