সায়েন্স ল্যাবরেটরিতেও শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি

ই-বার্তা।। বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা শিক্ষার্থী নিহতের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন।

 

বেলা সাড়ে ১১টার দিকে তিন কলেজের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেয়ার পর থেকেই মিরপুর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন।

 

বাসচাপায় আহত হন আরও ১৩ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বনানী থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত অনুষ্ঠিত এ বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানীর পূর্ব-উত্তর অঞ্চলজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট