সিটি নির্বাচনে ভোট পেছানোর অনুরোধ আতিকুলের

ই- বার্তা ।। আসন্ন ঢাকার সিটি নির্বাচন সরস্বতীপূজার জন্য পেছানোর দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নম্বরে আলুব্দি ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী প্রচার ও গণসংযোগ সমাবেশে এই অনুরোধ জানান সাবেক এই মেয়র। বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ- এ কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, আমি চাই না, সরস্বতীপূজার দিন নির্বাচন হোক।

তিনি বলেন, পূজার কথা স্মরণ রেখে নির্বাচন পেছানো হোক, এই দাবি করছি। আমাদের খেয়াল রাখতে হবে, ধর্ম পালনে কারও যেন কোনো বিঘ্ন না হয়। আমি চাই, নির্বাচন কমিশন এ বিষয়টি বিবেচনা করবে।

ঢাকা–১৬ আসনের অন্তর্ভুক্ত উত্তর সিটি করপোরেশনের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আলুব্দি ঈদগাহ মাঠ থেকে শুরু করে মিরপুর ১২, সেকশন ১১, পলাশ নগর, সেকশন ১০, পল্লবী, মিল্ক ভিটা, রূপনগর এলাকায় গণসংযোগ-প্রচার চালিয়েছেন আতিকুল ইসলাম।