সিটি নির্বাচন নিয়ে বিএনপি চালাকি খেলায় মেতেছে : মেনন

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্তব্য করেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি আরেকবার চালাকি খেলায় মেতে উঠেছেন। যদি তারা হেরে যায় তাহলে বলবে, ইভিএমের দোষ, সেখানে কারচুপি হয়েছে। আর জিতলে বলবে ইভিএম দিয়েও আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারেনি। সুতরাং এ নির্বাচন নিয়ে তাদের চালাকি খেলা বন্ধ করতে হবে।’

আজ সোমবার (২০ জানুয়ারি) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদীয় ঢাকা-৮ আসনের কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় যেতে পারছে না বলেই কেবলমাত্র নির্দেশ দিয়েই আমাদের ক্ষান্ত হতে হচ্ছে। অথচ বিএনপির সবাই মাঠে নেমে কাজ করছে। তারপরেও বলব, আমাদের যে প্রার্থী রয়েছে তারা তাদের যোগ্যতা বলেই জনগণের ভোটে জিততে পারবেন।’

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি মশিউর হক খান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।