সিনহাকে অব্যাহতি দিয়ে নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করবে দুদক

ই-বার্তা ডেস্ক।।  ঘুষ গ্রহণের অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার আদালতে করা মামলায় সিনহাকে অব্যাহতি দিয়ে বাদী নাজমুল হুদার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।  

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানান, শিগগিরই এই চার্জশিট আদালতে পেশ করা হবে।

ব্যারিস্টার নাজমুল হুদার আদালতে করা মামলার তদন্তভার আসে দুদকে। এই মামলায় দুদক এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি। এই দুটি মামলার একটির অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। আরেকটি মামলায় এস কে সিনহাকে অব্যাহতি দিয়ে বাদী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

পাশাপাশি চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে গত ১০ জুলাই মামলাটি দায়ের করে দুদক। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু