সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ

ই-বার্তা ডেস্ক।।  দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে ১২ রানের জয় পায় বার্বাডোজ।  

লঙ্কান ব্যাটসম্যান সিক্কুস প্রসন্নর ব্যাটে শেষ ওভার পর্যন্তই জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল ত্রিনবাগো। জয়ের জন্য শেষ ছয় বলে দরকার ছিল ১৪ রান। প্রতিপক্ষকে সেটা করতে দিলেন না বার্বাডোজের পার্টটাইম পেসার রেমন রেইফার। শেষ ওভারের প্রথম বলেই আউট করেন ২৭ বলে ৫১ রান করা প্রসন্নকে। তাতেই শেষ হয়ে যায় ত্রিনবাগোর স্বপ্ন। তৃতীয় বলে খারি পিয়েরেকে আউট করার মধ্য দিয়ে প্রতিপক্ষের ইনিংসে দাঁড়ি টানেন রেইফার।  

ত্রিনবাগোর হয়ে প্রসন্ন ছাড়া নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি অন্যদের কেউই। সুনীল নারিন ১৭, দিনেশ রামদিন ২১ ও অধিনায়ক কিরন পোলার্ড ২৩ রান করেন। 

বার্বাডোজের বোলারদের মধ্যে রেইফার নয় বল করে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। দুটি করে উইকেট নেন অ্যাশলে নার্স, হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি। দুই ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার জনসন চার্লস। অপরাজিত ২৪ রান করে করেন রেইফার ও অ্যাশলে নার্স। ২৩ রান করেন শাই হোপ। ১২ বলে ১৮ রানের ছোট একটি ঝড়ো ইনিংস খেলেন সাকিব। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু