সিভিএফ’র প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।। ক্লাইমেট ভালনারেইবল ফোরামের (সিভিএফ) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নিতে রাজি হয়েছেন শেখ হাসিনা।

সোমবার (০২ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন (Hilda Heine) শেখ হাসিনাকে দায়িত্ব নিতে প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে প্রস্তাব গ্রহণ করেন।

বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনের মাধ্যেমে জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই যদি চায় তাহলে তিনি সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

সিভিএফ ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন সিভিএফ’র বর্তমান প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।