সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান

ই-বার্তা ডেস্ক ।।   তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টেই সিরিজ হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে পাকিস্তান।  ১৭৭ রানে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংস শেষ করলে জবাবে দক্ষিন    আফ্রিকা ২৫৪ রানে এগিয়ে থেকে ৪৩১ রানে শেষ করে নিজেদের প্রথম ইনিংস। 

 

 

২৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান ২৬ রানে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল।  তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন শান মাসুদ ও আসাদ শফিক কিন্তু ফিফটি করে দু’জনের বিদায়ের পর ভেঙ্গে পরে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।  দক্ষিণ আফ্রিকার চার পেসারের তোপের মুখে শেষ পর্যন্ত ৪১ রানের টার্গেট দিতে সক্ষম হয়েছে পাকিস্তান। 

 

সংক্ষিপ্ত স্করঃ

পাকিস্তান প্রথম ইনিংসঃ ১৭৭।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ৪৩১ (আইডেন মার্করাম ৭৮, ফাফ ডু প্লেসি ১০৩, টেম্বা বাভুমা ৭৫, কুইন্টন ডি কক ৫৯।  মোহাম্মদ আমির ৪/৮৮, শাহিন আফ্রিদি ৪/১২৩)

পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ২৯৪/১০ (শান মাসুদ ৬১, আসাদ শফিক ৮৮, বাবর আজম ৭২।  ডেল স্টেইন ৪/৮৫, কাগিসো রাবাদা ৪/৬১)। 

 

 

 

 

ই-বার্তা /মোঃ সালাউদ্দিন সাজু