সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা ও সাঁজোয়া যান মোতায়েন করেছে রাশিয়া

ই- বার্তা ডেস্ক।।   রাশিয়া সিরিয়ার উত্তরাঞ্চলে প্রায় ৩০০ সেনা ও ২০টি সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে।

রুশ সামরিক বাহিনীর সদস্যরা ওই এলাকায় তুর্কি বাহিনীর সঙ্গে যৌথ টহল শুরু করেছে।

রুশ সামরিক বাহিনী এ অঞ্চলে প্রতিদিন গড়ে অন্তত ১০টি আবাসিক এলাকা অতিক্রম করবে। প্রায় দেড়শ’ কিলোমিটার পাঁচ ঘণ্টায় টহল দেয়া হবে এবং প্রতিটি নিয়ন্ত্রণ কেন্দ্রে টহল বাহিনীকে রিপোর্ট করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে একটি চুক্তিতে উপনীত হয়েছিলেন। চুক্তির আওতায় কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার করা হয়। ওই চুক্তিতে কুর্দিদের সীমান্ত থেকে সিরিয়া ভূখণ্ডের ৩০ কিলোমিটার ভেতরে সরে যাওয়ার জন্য ১৫০ ঘণ্টা সময় দেয়া হয়েছিল।