সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত ৯

ই- বার্তা ডেস্ক।।   সিরিয়ার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার উত্তর-পশ্চিম সিরিয়ায় ইদলিব প্রদেশে এ হামলা চালানো হয়। এ এলাকাটিকে সম্ভাব্য হামলা থেকে মুক্ত মনে করা হয়। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষাগোষ্ঠীর বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানিয়েছে।

সিরিয়াবিরোধী বিমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যানুসারে, রাশিয়ার যুদ্ধবিমান উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের বাসাকলা, উরেনিবা এবং অন্যান্য দুটি গ্রামে হামলা চালায়।

আসাদ সরকারও কাফর নাবল জেলা এবং ইদলিবের আরও তিনটি গ্রামে মর্টার, বন্দুক এবং রকেট হামলা চালিয়েছিল।

বিমান হামলার পরে, বেসামরিক প্রতিরক্ষা সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

বেসামরিক প্রতিরক্ষাগোষ্ঠী হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে বিরোধপূর্ণ ইদলিবের কম ঝূঁকিপূর্ণ এ আবাসিক অঞ্চলটিতে হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ শিশু রয়েছে।