সিরিয়ায় ১০৬টি রাসায়নিক হামলা

ই-বার্তা ডেস্ক ।।  গত চারবছরে সিরিয়ায় ১০৬টি রাসায়নিক হামলা হয়েছে।বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ২০১৪ থেকে ২০১৮ সালের তথ্য বিশ্লেষণ করে রোববার তা প্রকাশ করেছে।

ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের দাবি, প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১৩ সালে দামেস্কে ভয়াবহ সারিন গ্যাস হামলার পরই সেপ্টেম্বরে রাসায়নিক অস্ত্র নীতিমালা- CWC’তে স্বাক্ষর করেন।রাসায়নিক অস্ত্র নীতিমালা স্বাক্ষর করার পরও ১৬৪ বার রাসায়নিক হামলার ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।বিবিসি এরমাঝে ১০৬টির তথ্য-প্রমাণ দিতে পেরেছে।

অনুসন্ধানীতে উঠে এসেছে, আসাদ প্রশাসন বিদ্রোহীদের কাছ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধারের সময় এ কৌশল প্রয়োগ করেছে। যার ফলে বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক।

 

 

ই-বার্তা / ডেস্ক