সিরীয় এলাকার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত এরদোয়ান

ই-বার্তা ডেস্ক।।   গতকাল রোববার ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইয়েপ এরদোয়ান বলেন সিরিয়ার মানবিজের নিরাপত্তার দায়িত্ব গ্রহণে তুরস্ক প্রস্তুত।

গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মানবিজ শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় সেনাসহ চার আমেরিকান নিহত হন। এই ঘটনার পর এখন মানবিজের নিয়ন্ত্রণ গ্রহণে আঙ্কারা প্রস্তুত বলে ওয়াশিংটনকে জানানো হলো।

এখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে মানবিজ। ২০১৬ সালে আইএসের কাছ থেকে মানবিজের দখল নেয় মার্কিন-সমর্থিত বাহিনী। তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনী ওয়াইপিজির মিত্র।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান মানবিজে আইএসের বোমা হামলাকে একটি উসকানিমূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, এই হামলার উদ্দেশ্য হলো গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে প্রভাবিত করা।

ই-বার্তা/ মাহারুশ হাসান