সুদানে জরুরি অবস্থা উপেক্ষা করে হাজারো মানুষের বিক্ষোভ

ই-বার্তা ডেস্ক।।  সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করছে হাজারো মানুষ। 

এরআগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী উৎখাত এবং গ্রেফতার করেছে। 

গ্রেফতারের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এক ঘোষণায় বলেছেন, একটি সামরিক কাউন্সিল দু”বছর মেয়াদের এক অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং তার পর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু বিক্ষোভকারীদের ভাষ্য, ওই সামরিক কাউন্সিল দেশটির প্রেসিডেন্টের শাসন ব্যবস্থার আরেক রুপ।  সুদানের কংগ্রেস পার্টির নেতা ওমর এলডিগার, সামরিক বাহিনীর দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, আমরা এ অর্ধেক বিজয় গ্রহণ করবো না, আমাদের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 

ইতিমধ্যে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বিক্ষোভকারী ও দেশটির সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সরকারিভাবে রুটির দাম বাড়ানোর পর গেল বছরের ডিসেম্বরে বশিরের বিপক্ষে প্রথম বিক্ষোভ শুরু হয়।  তখন থেকে এ পর্যন্ত এই বিক্ষোবে ৪৯ জন নিহত হয়েছেন।  ১৯৮৯ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল-বশির।  দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় ছিলেন তিনি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু