সুনামগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৩০

ই- বার্তা ডেস্ক।।   সুনামগঞ্জের ছাতকে  ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।  ছাতক থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ছাতক থানার এসআই সৈয়দ আবদুল মান্নান।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নবাগত ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ এক আনন্দ মিছিল বের করলে বহিরাগত রিপন নামে একটি গ্রুপ তাদের মিছিলে বাধা দেয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজ্জমুল হক রিপনকে ধরে মারধর করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ কলেজ গেটের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়ের মধ্যে ৩০ জন আহত হয়েছে ।

এই ঘটনায় আহতরা হলেন তজ্জমুল হক রিপন, আল আমিন লায়েক, লিটন, নজমুল হোসেন, মইনুল হোসেন, কাওসার আহমদ, শিমুল, পাবেল, রেজাউল, আজহার, তারেক, কামাল প্রমুখ। এ সংঘর্ষের সময় সিলেট সুনামগঞ্জ সড়ক আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম