সুনামগঞ্জে ৬ চিহ্নিত নৌ চাঁদাবাজ গ্রেফতার

ই-বার্তা ডেস্ক।।  নৌপথে কয়লা পরিবাহী নৌযান আটক করে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরের ছয় চিহ্নিত পেশাদার নৌ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদী থেকে চাঁদাবাজ চক্রের সদস্যদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল হাসান, একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শাহিবুর রহমান, আব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া, আব্দুল কুদ্দুছের ছেলে রইছ মিয়া, মৃত আবুল ফজলের ছেলে জয়েল মিয়া, আব্দুল হারিছের ছেলে জসিম উদ্দিন।

আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদীর নৌপথে কয়লা পরিবাহী বিভিন্ন নৌযান আটকিয়ে জোরপূর্বক চাঁদা আদায়কালে থানার এসআই দীপংকর বিশ্বাস,এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে চাঁদাবাজ চক্রের ওই ছয় সদস্যকে আটক করেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু