সুবর্ণচরের ঘটনায় ৭ আসামির স্বীকারোক্তি

 ই-বার্তা ডেস্ক ।।   নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িতদের মধ্যে হেঞ্জু মাঝি নামে আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।এ নিয়ে এই মামলায় গ্রেফতার ১১ জনের মধ্যে ৭ জন অপরাধ স্বীকার করে আদালতে জবাদনবন্দি দিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে এই ঘটনায় জড়িত হেঞ্জু মাঝিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবাদনবন্দি দিতে রাজি হলে শনিবার তাকে আদালতে হাজির করা হয়। বিকেলে জেলার ২ নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোয়েব উদ্দিন খান তার জবানবন্দি রেকর্ড করেন।

হেঞ্জু মাঝি (২৯) সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

 

 

তামান্না আলী প্রিয়া