সুলতানা কামালকে হত্যার হুমকি

ই-বার্তা ডেস্ক।।  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন।  এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।  জিডির নম্বর ১০৭১। 

আইজিপি’র কাছে করা আবেদনে সুলতানা কামাল জানিয়েছেন, ‘আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইনভিত্তিক পত্রিকা ‘লোন উলফ’ (মার্চ-২০১৯) এ তাকেসহ লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসির মামুনকে কিভাবে হত্যা করতে হবে, এর জন্য কি ধরনের প্রস্তুতি ও সর্তকতা প্রয়োজন-এসব বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, যা উদ্বেগজনক।’

সুলতানা কামাল আরও জানিয়েছেন, ‘মানবাধিকারকর্মী হিসেবে আমার নিরাপত্তা সর্ম্পকে সরকার কি পদক্ষেপ গ্রহন করেছে এ বিষয়ে জাতিসঙ্ঘসহ আন্তুর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানতে চেয়েছে।আশা করি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের হত্যার তালিকাভুক্ত অন্যান্য বুদ্ধিজীবি ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা প্রদান সম্পর্কে সরকার যে পদক্ষেপ গ্রহন করেছে তার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ গ্রহন করা হোক।’

জিডির ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ হিল কাফী জানান, ‘হুমকির বিষয়টি উল্লেখ করে সুলতানা কামাল থানায় একটি জিডি করেছেন।  এরপরই ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ১৫ নম্বর হোল্ডিংএ তার বাসায় নিরপাত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।  তার হুমকির বিষয়টি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু