সুস্থ হয়ে দ্রুতই কাজ শুরু করবঃ নুসরাত

ই-বার্তা ডেস্ক।।  স্বামীর জন্মদিনে টালিউডের আলোচিত নায়িকা নুসরাত জাহান অতিরিক্ত ওষুধ সেবন করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেন তিনি।    

হাসপাতালের বিছানায় শুয়ে গণমাধ্যমকর্মীদের বলেছেন, তিনি ভালো আছেন।  তাকে নিয়ে যেন ভক্তরা চিন্তা না করেন।

নুসরাত আরও বলেন, আমার অ্যাস্থমার প্রবলেম তো আছেই, কাল রাতে প্রচন্ড বাড়াবাড়ি শুরু হয়। তাই হাসপাতালে আসতেই হলো।  তবে এখন অনেক বেটার লাগছে। আর কিছুক্ষণ পরই বাড়ি ফিরে যাব। আবার কাজ শুরু হবে।

এরপর, সোমবার রাত ৮টার কিছুটা আগে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে। 

এর আগে রোববার রাত সাড়ে ৯টা নাগাদ বাইপাস লাগোয়া একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, একসঙ্গে অনেক ওষুধ খেয়ে ফেলার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। হাসপাতালের তরফে নিয়ম মেনে ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছিল। 

কিন্তু প্রথম থেকেই পরিবারের তরফ থেকে ঘুমের ওষুধ খেয়ে অভিনেত্রীর অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়া হয়। নুসরতের স্বামী নিখিলও জানান, ক্রনিক হাঁপানি রয়েছে নুসরাতের। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু