সেনা ক্যাপ পরে খেলে ক্রিকেটকে ‘কলুষিত’ করেছে ভারতঃ ফাওয়াদ

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন মনে করেন, সেনা ক্যাপ পরে খেলে ক্রিকেটকে ‘কলুষিত’ করেছে ভারত।

গেল শুক্রবার রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে লড়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আর্মি টুপি পরে মাঠে নামেন ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি কাশ্মীর হামলায় নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ অভিনব পন্থা অবলম্বন করেন তারা। তবে এতেই আপত্তি পাকিস্তানের তথ্যমন্ত্রীর।

ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া টুইটারে ভিডিও আপলোড করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানায়, পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের স্মরণে আর্মি টুপি পরে খেলবেন কোহলিরা। দেশের মানুষকে জাতীয় প্রতিরোধ তহবিলে অনুদান দিতে অনুপ্রাণিত করাও অন্যতম লক্ষ্য। এতে নিহত সেনা পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেয়া যাবে।

তবে চিরবৈরি দুই দেশের যুদ্ধপরিস্থিতিতে আর্মি ক্যাপ পরে কোহলিদের মাঠে নামাটাকে ক্রিকেটকে ‘অপমান ও কলুষিত’ করা বলে মনে করছেন চৌধুরী ফাওয়াদ হোসেন। তার আশাবাদ, এই ঘটনার তীব্র প্রতিবাদ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, এ কাণ্ডকে ঘীরে ভারতজুড়ে চলছে ধোনি-কোহলিদের বন্দনা।

ই-বার্তা/ মাহারুশ হাসান