সেপ্টেম্বরে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

ই- বার্তা ডেস্ক।।   দেশের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়কে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।

ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)  সিরিজটির সূচি প্রকাশ করেছে । তবে সেই সূচিতে শুধু আফগানদের ম্যাচগুলো উল্লেখ করা হয়েছে।

সেই অনুযায়ী ১৪ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। পরের দিন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মোকাবেলা করবে আফগানরা। ১৮ সেপ্টেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে তারা। সবশেষ ২০ সেপ্টেম্বর জিম্বাবুইয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে যুদ্ধ বিধ্বস্ত দলটি।

২৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিনজাতি এ টি-টোয়েন্টি সিরিজ। সূচি প্রকাশিত হলেও এখনও ম্যাচের ভেন্যু নির্ধারণ হয়নি।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে

১৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ

১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ

২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে

২৩ সেপ্টেম্বর: ফাইনাল

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম