সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র নিলেন তার বোন

ই-বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ছোট বড় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ-১ আসনে পুনর্নিবাচনে অংশ নিতে  ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মামাতো বোন আনা মিলকী।

এর আগে এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। এ নিয়ে সৈয়দ আশরাফের পরিবারের দু’জন এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার পর্যন্ত ফরম বিক্রি চলবে।এ পর্যন্ত ৬জন মনোনয়ন কিনেছেন।

সৈয়দ আশরাফের ভাইবোন ছাড়া কিশোরগঞ্জে-১ আসনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত ৩ জানুয়ারি একাদশ সংসদের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তবে ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ উপস্থিত হতে না পারলেও শপথের জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি পাঠান।কিন্তু ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা কররে নির্বাচন কমিশন। যেহেতু তিনি শপথ গ্রহণ করতে পারেননি তাই এ নির্বাচনকে সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য তারিখ ঘোষণা করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল শনিবার এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ।

ই-বার্তা/ শফিকুল ইসলাম