সৌদিতে হামলার জন্য ইরনকেই দায়ী করছে জার্মান, ব্রিটেন ও ফ্রান্স

ই-বার্তা ডেস্ক।।  সৌদির রাষ্ট্রীয় তেলক্ষেত্রে হামলার জন্য আগে থেকেই যুক্তরাষ্ট্র-সৌদি আরব ইরানকে দায়ী করছে। এবার জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও হামলার জন্য ইরানকেই দায়ী করেছে।  

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে যৌথ বিবৃতিতে এই তিন দেশ এই দাবি করে। 

বিবৃতিতে বলা হয়, ‘হামলার জন্য ইরান দায়ী, এটি আমাদের কাছে পরিষ্কার। আমাদের কাছে আর কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই। আরও বিস্তারিত জানার জন্য চলমান তদন্ত আমরা সমর্থন করি।’

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি দেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুইটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই হামলার পর বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে। যার প্রভাবে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়ে গেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব শুরু থেকেই ইরানকে দায়ী করছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু