সৌদি আরবে গাড়ি ভাড়া না দিলে শাস্তি পেতে হবে নারীদের

ই-বার্তা ডেস্ক।।   এবার অভিনব এক শাস্তির বিধান করেছে সৌদি আরব। নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকদের শাস্তির বিধান করেছে তারা।

সৌদির প্রভাবশালী গণমাধ্যম আল -হায়াত জানিয়েছে, সম্প্রতি দেশটির সরকারি সংস্থা পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছে যে, গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে উপেক্ষা করা হয় এবং নারীদের বিশাল অংশ এ ব্যাপারে একটা বিহিত করার আবেদনও জানিয়েছে।

এজন্য শৃঙ্খলার স্বার্থে নারীদের গাড়ি ভাড়া না দিলে মালিকপক্ষকে শাস্তির সম্মুখীন করা হবে আইন প্রণয়ন করা হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান