সৌদি তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা হয় ইরানে

ই-বার্তা ডেস্ক।।  গত ১৪ সেপ্টেম্বর তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তত চার মাস আগে তেহরানে গোপন বৈঠক হয়।  ঐ বৈঠকে ইরানের প্রভাবশালী রেভল্যুউশনারি গার্ডের অনেকেই  উপস্থিত ছিলেন।  

আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং নিষেধাজ্ঞা জারি করায় ইরান ক্ষুব্ধ ছিল। এজন্য কীভাবে যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়া যায় সেই বিষয়টি আলোচনা করা হয় বৈঠকে। 

রেভল্যুউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এখনই আমাদের তলোয়ার তুলে ধরার সময় এবং তাদের একটি শিক্ষা দিতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন চার জনের বরাতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

চারজন জানিয়েছেন, বৈঠকের পরিকল্পনা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুমোদন দিয়েছিলেন। তবে এতে কঠোর শর্ত ছিল এই যে, হামলা যেন কোনো বেসামরিক কিংবা মার্কিনিকে আঘাত না করে। যদিও রয়টার্স খামেনির অনুমোদনের সত্যতা যাচাই করতে পারেনি। ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু