সৌদি থেকে দেশে ফিরলেন নির্যাতিত নারীরা

ই-বার্তা ডেস্ক।।  সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশের নারীরা।  নির্যাতনের শিকার ৯১ নারী দেশে ফিরেছেন এসেছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে  ফিরেছেন ৬৬ জন এবং ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফিরেছেন ২৫ জন নারী।  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলিয়ে একদিনে ৯১ জন নারী দেশে ফিরেছেন।

এসব গৃহকর্মী মালিক কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে।  সৌদি থেকে এবস নারীদের ফিরিয়ে আনার জন্য সহায়তা প্রদান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।  ব্র্যাক এর মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, ‘চলতি বছরে আজ পর্যন্ত ৫২৫ নারী গৃহকর্মী দেশে ফিরেছেন।’

গত ৩১ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কতজন নারী কর্মী গেছেন, কতজন শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন তার তালিকা করে এক মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু