সৌদি বাদশাহের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সৌদি আরব গিয়েছেন।  আজ বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করবেন তিনি।তাসাড়া তিনি যোগ দেবেন সৌদি বাদশাহর মধ্যাহ্নভোজে।

 

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক দু’টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন।দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন,  সহ নানা ইস্যুতে কথা বলবেন। শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও।

 

বুধবারের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রিয়াদ চেম্বার অব কমার্সের, কাউন্সিল অব সৌদি চেম্বার নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি উদ্বোধন। প্রধানমন্ত্রী এর পরে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারতে। তিনি তারপর মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন।

 

এরআগে  প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে সৌদি আরব পৌঁছান।রিয়াদের গভর্নর বন্দর বিন সৌদ ও বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এসময় তাকে স্বাগত জানান।

 

 

 

ই-বার্তা / ডেস্ক