স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি: সচিব

দেশে এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি এবং স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন।

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।আকরাম-আল-হোসেন বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’

কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় আবারও চালুর বিষয়ে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশিকা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্কুল খোলার আগে স্কুল কর্তৃপক্ষকে কোন গাইডলাইন অনুসরণ করতে হবে তা আমরা জানিয়ে দিয়েছি।’

গাইডলাইনের মধ্যে আছে- ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এক বেঞ্চে দুজনের বেশি বসা যাবে না, স্কুলগুলো নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও জীবাণুমুক্ত করতে হবে, স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন হলে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে প্রয়োজনে একদিন অন্তর পাঠদান করতে পারবে।

এ নির্দেশিকা স্কুল পর্যায়ে পাঠাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।