স্টার্কের নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া

ই-বার্তা ডেস্ক।।  ট্রেন্ট বোল্টের অসাধারণ হ্যাটট্রিকে অস্ট্রেলিয়াকে ২৪৩ রানেই আটকে দিয়েছিল নিউজিল্যান্ড। লর্ডসের মাঠে সেমির আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের এ হাইভোল্টেজ ম্যাচটি নিউজিল্যান্ডের দিকেই হেলে পড়েছিল।  

তবে ইনিংসের শুরু থেকেই সাবধানি ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড। প্রথম ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৯ রান সংগ্রহ করে কেন উইলিয়ামসনের দল। কিন্তু ১০ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৯ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। এরপর ৪৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে গেলে কিউই শিবিরে চিন্তার ভাঁজ পড়ে। তৃতীয় উইকেট জুটিতে অর্ধশত রান হলে কিউই শিবির কিছুটা স্বস্তি পায়। তবে দলীয় ৯৬ রানে তৃতীয় উইকেট ও ১১৮ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর চরম বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। এক পর্যায়ে মাত্র ১৩ রানের ব্যবধানে চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

দলীয় ১৩১ রানে সাত উইকেট হারানোর পর সেই অবস্থা থেকে উত্তোরণে ম্যাচ বিজয়ী ইনিংস খেলতে পারেননি কেউ। পরের ব্যাটসম্যানরা কেবল নিউজিল্যান্ডের হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। উসমান খাজা দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন। অ্যালেক্স ক্যারি অনবদ্য ৭২ রানের ইনিংস খেলেন।

শনিবার ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। লুকি ফার্গুনসন জেমস নিশামের গতির মুখে পড়ে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলকে সেই নাজুক অবস্থা থেকে উত্তোরণ করেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে তারা ১০৭ রানের জুটি গড়েন। তাদের অনবদ্য জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া।  6৬তবে ইনিংসের শেষ দিকে ট্রেন্ট বোল্টের অসাধারণ হ্যাটট্রিকে সংগ্রহ তেমন বড় করতে পারেনি অজিরা। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৩/৯ (উসমান ৮৮, ক্যারি ৭২, কামিন্সি ২৩, স্টইনিস ২১; বোল্ট ৪/৫১)।

নিউজিল্যান্ড: ৪৩.৪ ওভারে ১৫৭/১০ (উইলিয়ামসন ৪০, টেইলর ৩০, গাপটিল ২০; স্টার্ক ৫/২৬)।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু