‘স্টার্ট’ চুক্তি রাশিয়াকে স্মরণ করিয়ে দিল আমেরিকা 

 

রাশিয়াকে সতর্ক  করল আমেরিকা। পরমাণু  অস্ত্র সংক্রান্ত চুক্তির শর্তগুলি মেনে চলার কথা রাশিয়াকে স্মরণ করিয়ে দিল আমেরিকা৷ ২০১০ সালে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এই বিশেষ পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘স্টার্ট’ চুক্তি সই হয়৷ 

যদিও ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়৷ ‘স্টার্ট’ কথাটির পুরো অর্থ হল ‘দ্য স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশান ট্রিটি।’ওই চুক্তিতে বলা হয়েছে, দু’পক্ষকেই আগামী দশ বছর ধরে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করতে হবে এবং পরমাণু অস্ত্র সংক্রান্ত তথ্য আদানপ্রদান করতে হবে৷

সোমবার এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিদার নাউআর্ট জানিয়েছেন, গত সাত বছর ধরে আমেরিকা ও রাশিয়া এই চুক্তি মেনে নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর ওপর জোর দিয়েছে।

চুক্তিতে করা অঙ্গীকারগুলি ওয়াশিংটন গত বছর আগস্টের মধ্যেই পূরণ করে ফেলেছে। এবার রাশিয়াকেও তাদের কথা রাখতে হবে বলে ওই বিবৃতিতে জানিয়েছেন নাউআর্ট৷

ই-বার্তাঃএ এস