স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর বাংলাদেশের ক্রিকেটে একটা ঝড় তো অনুমিত ছিলই। সোমবার বিসিবি নিশ্চিত করেছে হেড কোচ স্টিভ রোডসের অধ্যায় শেষ হয়ে গেছে।  

ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের ভবিষ্যৎও ঝুলছে। স্পিন কোচ সুনীল যোশি, ফিল্ডিং কোচ রায়ান কুকও নাকি আর টাইগারদের সঙ্গে থাকছেন না।

জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানিয়েছেন, স্টিভ রোডসের সঙ্গে আমরা একটা পারস্পরিক বোঝাপড়ায় এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ না করার। বিশ্বকাপের পর প্রতিটি বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরম্যান্স পুনর্বিবেচনা করে থাকে। সেদিক থেকে আমরা বসেছিলাম। 

নিজামউদ্দিন চৌধুরী বলেন, দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি পারবে না, এটা কোচের ইচ্ছার যেমন দরকার হয়, আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু