স্থবির হয়ে পড়েছে বনানীর এফ আর টাওয়ার

ই-বার্তা ডেস্ক।।  বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর কর্মচাঞ্চল্যময় কামাল আতাতুর্ক এভিনিউ অনেকটা স্থবির হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস থেকে ভবনের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশকে। 

বনানীর ১০ ও ১১ নম্বর সড়কে যানবাহন চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশের অনেক ভবনও আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। 

এফ আর টাওয়ারের সামনে ও পেছনের অংশে ক্রাইম সিন লেখা ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা ছাড়া সীমানার ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুতের লাইন মেরামত করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ