স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ আগামীকাল

ই-বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় সচিবালয়ে বৈঠকে বসবেন তারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার ব্যাপারে কথা বলতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির সিনিয়র নেতাদের সমন্বয়ে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।

এর আগেও খালেদা জিয়া অসুস্থ হলে সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ’তে) ভর্তি হওয়ার সিধান্ত জানানো হয়। কিন্তু খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।

পুনরায় বিশেষায়িত এ হাসপাতালে দলীয় চেয়ারপারসনের চিকিৎসা করানোর জন্য সরকারের অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে বিএনপি নেতারা। মির্জা ফখরুলের সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ