সড়ক অবরোধ, আবারো বাসের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা

ই-বার্তা।।  সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ। বুধবার সকাল ১০টার দিকে ফার্মগেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বাসের লাইসেন্স ও চালকের ডাইভিং লাইসেন্স পরীক্ষা করে। কিন্তু পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে বিজ্ঞান কলেজের সামনে নিয়ে যায়।

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও জোনের এডিসি সাত্যকি জানান, শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করে বাসের লাইসেন্স পরীক্ষা করছিলো। এতে সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটায় আমরা তাদের বুঝিয়ে সড়িয়ে দিয়েছি।