হঠাৎ দুদকে সাকিব

আজ সকালে হঠাৎ দুদক কার্যালয়ে গেলেন আইসিসি থেকে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি নিশ্চিত করেন।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় উপস্থিত হন তিনি। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব।

অন্যদিকে ঠিক কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছরের সাকিব আল হাসানকে দুদক থেকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেয়া হলে সে প্রস্তাবে রাজি হন তিনি।

সম্প্রতি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন বিশ্বসেরা আলরাউন্ডার ও বাংলাদেশের টেস্ট ও টি-টিয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে গত ৩১ অক্টোবর সাকিবকে নিয়ে দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে। দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাব।’

তবে তিনি ভুল স্বীকার করে নেয়ায় তাকে এক বছর নিষিদ্ধ থাকতে হবে। ২০২০ সালের অক্টোবরে তিনি আবার ক্রিকেট খেলতে পারবেন।