হিটলারের ভয় যা নিয়ে

ই-বার্তা।। পৃথিবীর অন্যতম আগ্রাসী, সাহসী, ও হিংস্র ব্যক্তি হিসেবে ক্ষেত অ্যাডলফ হিটলার। অসম্ভব সাহসী এই মানুষও নাকি ভয় পেতেন।

এই ভয়ঙ্কর মানুষটি জার্মানির একনায়ক হয়েও ভীষণ ভয় পেতেন দাঁতের ডাক্তারের কাছে যেতে! অবিশ্বাস্য শোনালেও কথাটি আসলেই সত্য। ২০০৯ সালে প্রকাশিত ‘ডেন্টিস্ট অভ দ্য ডেভিল’ বইটিতে লেখক মেনেভ্‌স ডেপ্রেম-হেনেন এমন কথাই জানিয়েছেন।

হিটলারের দাঁতের চিকিৎসার জন্য ছিলো নির্ধারিত একজন ডাক্তার। হিটলারের দাঁতের ডাক্তারির দ্বায়িত্বটি পালন করতেন এসএস বাহিনীর ডেপুটি চীফ ডেন্টাল সার্জন ডাক্তার হুগো বালশ্‌ক। তিনি প্রায় দুই দশক ধরে হিটলারের দাঁতের পরিচর্যার দায়িত্ব পালন করেছেন।

হিটলারের মুখে ছিলো মারাত্মক দুর্গন্ধ আর দাঁতগুলো ছিলো হলুদাভ। মুখে ফোঁড়া এবং মাড়ির রোগেও ভুগছিলেন তিনি। একবার একটি রুট ক্যানাল করাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নিয়েছিলেন তিনি কেবলমাত্র দাঁতব্যথার ভয়েই। দাঁতের নানা সমস্যায় ভুগলেও দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পেতেন হিটলার। বালশ্‌ক জানিয়েছিলেন, হিটলার প্রায় সময়ই দাঁতের ব্যথার ব্যাপারে বলতেন।