হুমকি-ধামকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো নাঃ ওবায়দুল কাদের

ই-বার্তা ডেস্ক ।।  আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধামকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না।’

 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলির সঙ্গে দলের সহযোগি সংগঠনের এক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের গণফোরাম এবং তৃতীয় শক্তি হওয়ার ঘোষণা দেয়া তিন দলের জোট যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য গড়তে যাচ্ছে বিএনপি। একে তারা বলছে ‘জাতীয় ঐক্য’।

 

কথিত এই জাতীয় ঐক্য প্রসঙ্গে কাদের বলেন, ‘দেশের রাজনীতি অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।’দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল (আওয়ামী লীগ) এবং দলটির নেত্রীকে সমর্থন করে, এই সিংহভাগ মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে প্রশ্ন রাখেন কাদের। বলেন, ‘এটা তো জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না।’

 

জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগের বিকল্প নেই বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দাবি করে কাদের বলেন, ‘আগামী নির্বাচনে তারা আবারো নৌকায় ভোট দেবে।’পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ করবে না জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা সংঘাত করবো না। আমরা তো ক্ষমতায় আছি। পাল্টাপাল্টি কর্মসূচি আমরা করব না। তবে যদি নৈরাজ্য, নাশকতার চেষ্টা হয় আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। আর দাঁতভাঙা জবাব দেবে জনগণ।’

 

‘রাস্তা অবরোধ বা বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। জনগনের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না।’এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ করা হবে বলে জানান।

 

 

 

ই-বার্তা / ডেস্ক