হৈবতপুর শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শ্রেষ্ঠদের সংবর্ধনা 

ই-বার্তা।।   যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও গ্রামের শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।  এই সংগঠনের শিরোনাম ” সুশিক্ষাই শিক্ষিত হও, গ্রামকে এগিয়ে নিয়ে যাও”

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ”ছোট হৈবতপুর শিক্ষা উন্নয়ন সমিতির” উদ্যোগে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশকৃত শিক্ষার্থী ও নতুন চাকরি প্রাপ্তদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

এই শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোক্তারা মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম বাংলার নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের সচেতন ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ এই পদক্ষেপে গ্রহণ করে বলে জানা যায়।

প্রাক্তণ শিক্ষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ”ছোট হৈবতপুর শিক্ষা উন্নয়ন সমিতির” উপদেষ্টা কমিটির সভাপতি, সমাজসেবক ও সাবেক ব্যাংক কর্মকর্তা আহম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ”ছোট হৈবতপুর শিক্ষা উন্নয়ন সমিতির” নির্বাহী কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন এই গ্রামের কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।

শিক্ষক মোঃ মতিউর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আবু সিদ্দিক, মোঃ শহিদুল ইসলাম, প্রভাষক মঈনউদ্দিন আহমেদ, উপদেষ্টা কমিটির সদস্য মোশারফ হোসেন, মোঃ আব্দুল কাদের, ওবায়দুর রহমান, আব্দুল জলিল,  হোসেন, ফারুক হোসেন এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শামিম হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র গ্রামের আর এক কৃতি সন্তান, ধৈর্যশীল ও পরিশ্রমী ব্যাংক কর্মকর্তা মোঃ হযরত আলী।

আলোচনা অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পর অত্র গ্রামের অভিভাবক ও তরুণদের মিলন মেলায় পরিণত হয়। এই সামাজিক অনুষ্ঠান ও উদ্যোগে বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানায়।

ই-বার্তা / বাঁধন