হ্যাটট্রিক সেঞ্চুরিতে হৃদয়ের বিশ্ব রেকর্ড

ই-বার্তা ডেস্ক।। আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতেও তিন অঙ্কের দেখা পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ হৃদয়। এর মধ্যদিয়ে যুব ক্রিকেটে টানা তিনটি শতক হাঁকানোর রেকর্ড গড়ার পাশাপাশি দলকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকা যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ যুব দল। ১০২ বল খেলে তিনটি চার ৫টি ছক্কায় ১১১ রান করেন হৃদয়। এ ছাড়া ৬৫ রান করেন নাবিল।

এর আগে সিরিজের চতুর্থ ও তৃতীয় ওয়ানডেতে ১১৫ ও ১২৩ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করেই বাংলাদেশি যুব ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েন হৃদয়। তার আগে তিনটি করে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়।