চলতি বছরে কাশ্মীরে বিদ্রোহীদের চেয়ে ভারতীয় সেনা মৃত্যুর হারই বেশী

ই-বার্তা ডেস্ক।।  গত তিন দশক ধরে বিদ্রোহ চলছে সহিংসতা কবলিত কাশ্মীরে।

কাশ্মীরিরা স্বাধীনভাবেই থাকতে পছন্দ করেন। তবে তাদের কেউ কেউ পাকিস্তানের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার কথাও বলছেন।

ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৪৭ সাল থেকে অহিংস আন্দোলন করে আসছে কাশ্মীরবাসী। কিন্তু ১৯৮৮ সাল থেকে সেখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

গত তিন দশকের সশস্ত্র বিদ্রোহে এই প্রথম বিচ্ছিন্নতাবাদীদের চেয়ে ভারতীয় জওয়ানরা বেশি সংখ্যায় নিহত হয়েছে।

এখন পর্যন্ত ৮০ হাজার কাশ্মীরি হত্যার শিকার হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও আট হাজার। গ্রেফতার, নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন বেশুমার।

কাশ্মীরে চলতি বছরের প্রথম তিন মাসে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ জওয়ান নিহত হয়েছেন। এই তিন মাসে কাশ্মীরে সহিংসতায় সবমিলিয়ে ১৬২ জন নিহত হয়েছেন। একটি মানবাধিকার প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

কোয়ালিশন অব সিভিল সোসাইটি নামের ওই সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ জওয়ান, বিদ্রোহী ৫৮ ও ২১ বেসামরিক লোক নিহত হয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান