১০০ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

ই-বার্তা ডেস্ক।।  জেমি ডে’র হাত ধরে বাংলাদেশ ফুটবল নতুন দিগন্তের দিকে ছুটছে।টানা দুই ম্যাচে হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে থেকে বাংলাদেশের বিদায়। তবে এই দুই ম্যাচে যোজন যোজন এগিয়ে থাকা স্বাগতিক দল ও ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করেই হেরেছে লাল-সবুজরা।

সর্বশেষ বাংলাদেশ থেকে (১৯২) ফিফা র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের কাছে ম্যাচের ২২ মিনিটে ফিলিস্তিনের হানি আব্দুল্লাহ দূরপাল্লার শটের গোলে ১-০ গোলে হেরেছে জেমি ডে’র শিষ্যরা। তবে খেলার দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করেও জয় তুলে নিতে পারেনি।

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে লাল-সবুজরা।

ই-বার্তা/ মাহারুশ হাসান