১০০ বছর আগে ফিরে গেলো ব্রাজিল!

ই-বার্তা ডেস্ক।।  আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে ২০১৯ কোপা আমেরিকা।  আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রথম শিরোপা জয়ের ১০০ বছর পূর্তি উদযাপন করতে বিশেষ একটি জার্সি ফিরিয়ে আনল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠের আসন্ন কোপার জন্য মঙ্গলবার নতুন জার্সি উন্মোচন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।  বিখ্যাত হলুদ ও সবুজ রঙের চিরচেনা জার্সির সঙ্গে এবার অ্যাওয়ে ম্যাচের জন্য যোগ হয়েছে সাদা রঙের জার্সি। উন্মোচন করানো হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে। রিয়ালের জার্সির রং সাদা। জাতীয় দলেও সাদা জার্সিতে অভিষেকের সম্ভাবনায় দারুণ রোমাঞ্চিত ভিনিসিয়ুস। নাইকির তৈরি করা নতুন এই জার্সি।

কিন্তু নতুন অ্যাওয়ে জার্সির রং দেখে ক্ষোভে ফেটে পড়েছে ব্রাজিল সমর্থকরা। এ যে অভিশপ্ত জার্সি!

উল্লেখ্য, এক সময় ব্রাজিলের হোম জার্সির রং ছিল সাদা। ১৯১৯ কোপাতে সাদা জার্সি পরেই চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। কিন্তু ১৯৫০ বিশ্বকাপের পর থেকে সাদা রংটাকেই অপয়া মনে করে ব্রাজিলের মানুষ। ঘরের মাঠে সেবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা জার্সি পরেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।