১০ জেলায় দুদকের অভিযান; কর্মস্থলে মাত্র ৪০ শতাংশ চিকিৎসক উপস্থিত

ই-বার্তা ডেস্ক।।  দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের ১০টি জেলার হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছে।  এসময় হাসপাতালগুলোতে মাত্র ৪০ শতাংশ চিকিৎসককে উপস্থিত অবস্থায় পাওয়া যায়।

আজ সোমবার সকালে এ অভিযানের পর সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানিয়েছেন ।

মুনীর চৌধুরী জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এই হাসপাতালগুলোয় ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৬০ শতাংশই অনুপস্থিত। ঢাকার বাইরে অনুপস্থিতির এই হার ৬২ শতাংশ।

যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক ডিজি।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম