১০ দিনের মধ্যে কোচ নিয়োগ দেওয়া হবেঃ পাপন

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বকাপ শেষে দেশে ফিরেই দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনের অধিনে শ্রীলঙ্কা সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তাই ১০ দিনের মধ্যে কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চাত বিসিবি।  

এদিকে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিলেও বারবার শোনা যাচ্ছে এ মুহূর্তে বিসিবির হাতে কোনো বিদেশি কোচ নেই। তবে বিসিবি সভাপতির কথা মতে বদলে গেল দৃশ্যপট! তিনি জানান, কোচ নিয়োগ প্রক্রিয়া খুব জোরেসোরেই চলছে এবং কোচ নিয়োগের কাজ প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

গতকাল সোমবার বিকেলে আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য ক্রীড়া সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ক্লাব ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ প্রসঙ্গে এ কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘দ্রুত কোচ নিয়োগ হয়ে যাবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু