১২ মে’র মধ্যেই হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলইটে সব চ্যানেলের সম্প্রচার

ই-বার্তা ডেস্ক।।  আগামী ১২ মে’র মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে।

সোমবার সচিবালয়ে  চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারসের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তি হবে।  ১২ মে নাগাদ বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।  বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে সেবা দেবে।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে (সেবার) দর নির্ধারণ করবে।

সভায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য সচিব আব্দুল মালেক সহ আরো অনেকে ।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ