১৩ বিদ্রোহীকে হত্যার দাবি কঙ্গোর সেনাবাহিনীর

ই-বার্তা।।  কঙ্গোর অস্থিতিশীল ইতুরি প্রদেশে অজ্ঞাত এক বিদ্রোহী গোষ্ঠীর ১৩ সদস্যকে হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।

ওই বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে শনিবার এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে কঙ্গোর প্রতিরক্ষা বাহিনী জানায়।

কঙ্গোর প্রেসিডেন্ট যোশেফ কাবিলা ২০১৬ সালে তার মেয়াদ শেষ হওয়ার পরও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে থাকেন। এতে দেশজুড়ে অস্থিরতা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এই অস্থিরতাই সম্প্রতি দেশটির ইতুরিপ্রদেশেও ছড়িয়ে পড়েছে। প্রদেশটির বিভিন্ন অংশে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোনগো জানিয়েছেন, জেমি ও পেনাই গ্রামের কাছাকাছি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ সময় এক সৈন্য নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

কঙ্গোর নৃগোষ্ঠীগত জটিলতার মধ্যে ইতুরিতে সবচেয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছিল। ১৯৯৮ সালে দেশটির যেসব এলাকায় গৃহযুদ্ধের সূচনা হয়েছিল তার মধ্যে ইতুরি অন্যতম।

অনেকের আশঙ্কা, কঙ্গো ফের অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, কঙ্গোয় সাম্প্রতিক সংঘাতে ১৩০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

খবর: রয়টার্সের।